পাবনা

মৈত্রী এক্সপ্রেসকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

‘হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে।’
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ফাইল ফটো | সংগৃহীত

পাবনার ঈশ্বরদী রেল জংশনের কাছে মৈত্রী এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দেশি বোমা নিক্ষেপ করেছে।

আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ট্রেনের পাশে বোমা বিস্ফোরিত হওয়ায় ট্রেনটির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি এবং কোনো যাত্রী আহত হননি। 

তিনি আরও জানান, দুপুরে ট্রেনটি কলকাতা থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ডেইলি স্টারকে জানান পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

The Tejgaon Egg Merchants’ Association, which delivers about 15 percent of the daily supply of 1 crore eggs in the capital, stopped sales from Sunday night claiming it was to avoid harassment by the government authorities.

6h ago