ইসির সঙ্গে সংলাপ: সকালের সেশনে অংশ নেয়নি ৯ দল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম সেশন চলছে। ছবি: স্টার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম সেশনে অংশ নেয়নি ৯টি দল।

ইসি সূত্র জানা গেছে, আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, মুসলিম লীগ বিএমএল ও বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি।

ইসির ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগসহ ২২ দলের সঙ্গে এবং বিকেল ৩টায় বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও ২২ দলের সঙ্গে সংলাপ হবে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে জানাতে এবং তাদের সুপারিশ শোনার জন্য এই বৈঠক ডেকেছে।  

সেখানে উপস্থিত ইসির কর্মকর্তারা জানিয়েছেন, রুদ্ধদ্বার ওই বৈঠকে ১৩টি দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এর মধ্যে—আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী পার্টিসহ অন্যান্য দল রয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৪ জন কমিশনার বৈঠকে উপস্থিত আছেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

43m ago