পোশাক কারখানার নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সারাদেশে বিজিবি মোতায়েন
স্টার ফাইল ফটো

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।  

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করার পর ইউনিয়ন নেতারা নতুন মজুরি প্রত্যাখ্যান করেন। এরপরই বিজিবি মোতায়েন করা হলো।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা।

সম্প্রতি এনিয়ে বিক্ষোভ চলাকালে গাজীপুর ও ঢাকার মিরপুর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

বিএনপি ও জামায়াতের অবরোধের প্রথম দিনে তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন আছে বলে জানিয়েছে বিজিবি।

Comments