যে মজুরি বাড়ানো হয়েছে তা নিয়েই পোশাকশ্রমিকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেওয়া

পোশাকশ্রমিকদের জন্য যে মজুরি বাড়ানো হয়েছে, তা নিয়েই তাদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'আমি গার্মেন্টস শ্রমিকদের বলব, যেটা (মজুরি) বাড়ানো হয়েছে সেটা নিয়েই তাদের কাজ করতে হবে। তারা কাজ করুক।'

'যখনই সময় আসে তাদের সবরকম সুবিধা আমরা করে দেই। কিন্তু তারা যদি সেটা না করে, কারও প্ররোচনায় রাস্তায় নামে, তখন যারা তাদের উস্কানি দিচ্ছে তারাই তাদের (শ্রমিকদের) লাশ ফেলবে। এরাই এমন অবস্থা সৃষ্টি করবে যে, তারা (শ্রমিকরা) চাকরি হারাবে, কাজ হারাবে, গ্রামে যেয়ে পড়ে থাকতে হবে', বলেন তিনি।

প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, 'এখন তারা (শ্রমিকরা) কী চায়? কারখানা ধ্বংস হয়ে গেলে বা যদি আমাদের উৎপাদন ব্যাহত হয়, যদি রপ্তানি ব্যাহত হয়, তাহলে তাদের কাজ থাকবে কোথায়? এটা তো তাদের বুঝতে হবে। আর উষ্কানিদাতারা কারা?'

'বাংলাদেশে একটা অদ্ভুত জিনিস দেখলাম, আমি জানি না, আদর্শ-নীতি গুলিয়ে গেল কেন? আমরা দেখি চরম ডানপন্থী জামায়াতে ইসলামী থেকে শুরু করে... আর এদিকে বামপন্থী হলো আমাদের কমিউনিস্ট এবং এতদিন প্রলেতারিয়েত আর যত আদর্শের কথা যারা বলছে, তারা সব একইসঙ্গে একই সুরে কথা বলে কীভাবে', বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, 'তারা এক হয়ে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ অপরাধটা কী করেছে আমি সেটা জানতে চাই। আজকে আমার দেশবাসীর কাছে প্রশ্ন- আওয়ামী লীগের অপরাধ কী?' 

Comments

The Daily Star  | English

Of music, colours and festivities: Nation welcomes Bangla New Year

Pahela Baishakh, the first day of the Bangla calendar, is being celebrated with music, colourful rallies, and festive events.

1h ago