অবরোধ

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

এর মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির ২৭ প্লাটুন মোতায়েন রয়েছে।
রাজধানীতে বিজিবি মোতায়েন। ছবি: শাহীন মোল্লা

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার ভোর ৬টা থেকে।

অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির ২৭ প্লাটুন মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

অবরোধ কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার রাতে রাজধানীতে ৫টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গত ২ সপ্তাহের মধ্যে ৯ দিন সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।

 

Comments