গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল নিখোঁজ

বাবুল হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন নিখোঁজ রয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে আজ বুধবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির দেওয়া বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, গাজীপুরে সহকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ রয়েছেন ২৫ হাজার টাকা মজুরি আন্দোলনের নেতা বাবুল। আশুলিয়ার বাসা থেকে বাবুল সহকর্মীদের সঙ্গে দেখা করতে এবং মজুরি বৃদ্ধির দাবির আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গাজীপুরে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বিবৃতিতে সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, 'আটক করে, গুম করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র শ্রমিকদেরকে ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চাইছে।'

অবিলম্বে বাবুলকে ফিরিয়ে দেওয়া ও শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আজ দুপুর দেড়টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago