বাংলাদেশ

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।

ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীরা তিন জনকে পুলিশে দিয়েছে। তারা হলেন নুর মোহাম্মদ শিকদার ও বখতিয়ার চৌধুরী। অন্য একজনের নাম জানা যায়নি।

জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কর্মী সৌরভ শিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, যেখানে ককটেল বিস্ফোরিত হয় তার কাছেই ছিলাম আমরা। তিন জন একটি মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা তাদেরকে পিটিয়ে পুলিশের হাতে দিয়েছি।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইন-চার্জ আল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছি। এদের মধ্যে দুজন ঘটনার সঙ্গে জড়িত।

শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

Comments