ডাকসু নির্বাচনে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ জন লড়বেন

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৫ নারীসহ মোট ৪৮ জন লড়বেন।
এছাড়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মোট ২৮ জন লড়বেন।
আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসিম উদ্দীন এ কথা জানান।
তিনি বলেন, আজ বৈধ প্রার্থী তালিকা প্রকাশের তারিখ। ডাকসু নির্বাচনে মোট প্রার্থী চূড়ান্ত হয়েছে ৪৬২ জন। ত্রুটিপূর্ণ পাওয়া গেছে ৪৭ মনোনয়নপত্র।
মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল বলে জানান তিনি।
চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, 'ভিপি পদে ৫ ছাত্রীসহ মোট ৪৮ জন, জিএস পদে এক ছাত্রীসহ মোট ১৯ জন, এজিএস পদে ৪ ছাত্রীসহ ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।'
তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোট ১৫, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯, সমাজসেবা সম্পাদক পদে ১৩, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন লড়বেন।
এছাড়া, ছাত্র পরিবহন সম্পাদক পদে ৯, ক্রীড়া সম্পাদক পদে ১৩, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া, সদস্যপদে ২৪ ছাত্রীসহ মোট ২১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সবমিলিয়ে, মোট ৪০২ জন ছাত্র ও ৬০ জন ছাত্রীসহ মোট ৪৬২ জন শিক্ষার্থী এবারের ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান অধ্যাপক জসিম উদ্দিন।
চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, 'আমরা বারবার বলছি এখানে কোনো দল, কোনো রাজনৈতিক পরিচয়ম কোনো মার্কা নেই। কোনো কিছু তাদের মনোয়নপত্রে লিখা নেই। মনোয়নপত্র জমা দেয় বৈধ শিক্ষার্থী হিসেবে, এছাড়া প্রার্থীর কোনো পরিচয় এখানে প্রকাশ পায় না।'
Comments