বাংলাদেশ

২০ ঘণ্টায় ১৮ গাড়িতে আগুন: ফায়ার সার্ভিস

এর মধ্যে ঢাকা মহানগরীতে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ট্রেনের বগিতে আগুন। ছবি: স্টার

গতকাল রোববার দুপুর ১টা থেকে আজ হরতালের দ্বিতীয় দিন সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর মধ্যে ঢাকা মহানগরীতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে সাতটি, চট্টগ্রাম বিভাগে চারটি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

আগুন দেওয়া যানবাহনের এর মধ্যে নয়টি বাস, একটি লরি, ছয়টি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেন (তিনটি কোচ)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯টি ইউনিট এবং ১৪৪ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

 

Comments