গাড়ি-ঘোড়ার বহর, কমলা ছিটিয়ে ছেলের মনোনয়ন জমা দিলেন হাজি সেলিম

আ. লীগ কার্যালয়ের সামনে ভিড়, রাস্তায় যানজট
ছেলের মনোনয়ন জমা দিলেন হাজি সেলিম
প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিনেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যাপক ভিড় দেখা গেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারীরা ভিড় করতে শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র বিক্রি ও জমা দেওয়া হবে। 

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। ছবি: স্টার

বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির কারণে বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দেখা গেছে, প্রার্থী ও তাদের অনুসারীরা বড় বড় মিছিল নিয়ে আসছেন। অনেকেই রঙিন ক্যাপ বা টি-শার্ট পরে এসেছেন। অনেকে আবার লাউডস্পিকারে 'জিতবে আবার নৌকা' গান বাজিয়ে অফিসে এসেছেন।

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। ছবি: স্টার

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। ৩০টির বেশি ঘোড়ার গাড়ি, পিক-আপ, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিশাল গাড়ি বহর নিয়ে আসেন তারা। এসময় তার ছাদখোলা প্রাডো গাড়ির পাশেই ছিলেন ছেলে সোলায়মান সেলিম। তারা দুজনেই হাত নেড়ে আশপাশে থাকা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তারা পথচারী ও সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ছোট কমলা ছুড়ে দেন। পরে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের ভিড় ঠেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। ছবি: সংগৃহীত

বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের কারণে সেসময় সচিবালয়, গুলিস্তান থেকে জিপিও সড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এ নিয়ে মোট ৩ হাজার ১৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ফরম বিক্রি থেকে ইতোমধ্যেই ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে আওয়ামী লীগ।

Comments