নির্বাচনের পর বাংলাদেশ সরকারকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ শিগগিরই ভালো খবর পাবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সমর্থন দেবে।

তিনি বলেন, 'আমেরিকা খুবই বাস্তববাদী সরকার। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না, কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য আমাদের সমর্থন করেছিল। আমরা আশা করি তারা অতীতের মতো সরকার গঠনের পরও বাংলাদেশকে সমর্থন করে যাবে।'

আজ শুক্রবার দুপুরে হযরত শাহজালাল মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, 'বিদেশিরা যদি ভালো পরামর্শ দেয়, আমরা তা গ্রহণ করব। তারা যদি আমাদের বিরুদ্ধে যায়, আমরা জানি কীভাবে তা মোকাবিলা করতে হয়।'
 

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6m ago