‘বাড়ির সামনে আড্ডা দিতে বাধা’, বখাটের মারধরে বৃদ্ধ নিহতের অভিযোগ

রাজধানীর কদমতলির রায়েবাগ এলাকায় 'বখাটেদের মারধরে' এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহিম খান (৭০)।

আজ শনিবার বেলা ১২টার দিকে রায়েরবাগ মেরাজনগরে ঘটনাটি ঘটে। পরিবার সদস্যরা জানান মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহিম খানের ছেলে রাকিবুল ইসলাম জানান, রায়েরবাগ মেরাজনগর সি ব্লকে তাদের নিজেদের বাড়ি।

'বাসার সামনে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক আড্ডা দেয় ও মাদক সেবন করে। আজকে কিছু ছেলে বাসার সামনে আড্ডা দিচ্ছিল এবং চেঁচামেচি করছিল। তখন আমি এগিয়ে এসে তাদেরকে চেঁচামেচি করতে নিষেধ করি। তখন তারা আমাকে মারধর করে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমার বাবা বাসা থেকে বের হয়ে তাদেরকে বাধা দিলে আব্দুল্লাহ, ইলিয়াছ, সিয়াম নামের ৩ জন আমার বাবার বুকে কিলঘুষি মারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বাবা অচেতন হয়ে রাস্তায় পরে যায়। তখন দ্রুত তাকে রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, স্বজনরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) হিরন্ময় দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।'

তার আগে থেকে হার্টের সমস্যা বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago