সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন

ঢাকায় ১৮ প্লাটুন বিজিবি, ১৩০ র‍্যাব টহল দল।
স্টার ফাইল ফটো

সারাদেশে আজ হরতাল পালন করছে বিএনপি। দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় আজ মঙ্গলবার সারাদেশে ১৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও এর আশেপাশের জেলায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।'

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট প্যাট্রলিংসহ রাজধানীতে র‍্যাবের ১৩০টি টহল দলসহ সারাদেশে ৪২২টি টইল দল মোতায়েন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি করছে। প্রতীক বরাদ্দ পরবর্তীতে সারাদেশে  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

An unholy race between buses tears two sisters apart

One killed, one injured after being run over by bus in Dhaka's Badda

1h ago