ওয়াকিটকির আলাপ ফাঁস রোধে ডিএমপির ডিজিটাল ওয়্যারলেস সিস্টেম চালু

ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজ নতুন এ ডিজিটাল সিস্টেম উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য সেবা উন্নতিকরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেম চালু করা হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে এ সিস্টেম উদ্বোধন করেন।

এ সময় তিনি নতুন ডিজিটাল সিস্টেমে ডিএমপি হেডকোয়ার্টার থেকে আব্দুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, ডিএমপির অ্যানালগ ওয়াকিটকির কথোপকথন ফাঁস হওয়া ঠেকাতে নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, 'ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকায় কিছু তথ্য অন্য কারও হাতে চলে যেত। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।'

তিনি বলেন, 'এখন থেকে সব বেতারযন্ত্র ডিজিটাল হওয়ায় এই সিস্টেমে কেউ ইন্টারসেপ্ট করতে পারবে না। কোনো সেট ব্যবহারকারী বা কোনো কর্মকর্তার সেটের তথ্য ফাঁস হলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে।'

ওয়্যারলেস ব্যবহারকারী ও ডিএমপির সব কর্মকর্তাকে সচেষ্টভাবে এ প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন কমিশনার হাবিবুর রহমান।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এক পুলিশ কর্মকর্তার ওয়াকি-টকির কথোপকথন ফেসবুকে ছড়িয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সম্প্রতি ডিএমপি কর্মকর্তাদের কথোপকথন ফাঁস হওয়ায় সিস্টেম ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি জানান, এতদিন ডিএমপি সাধারণ নেটওয়ার্ক টাওয়ার ব্যবহার করত। এর মধ্যে কিছু টাওয়ারে অন্যদের প্রবেশাধিকার ছিল। এখন থেকে কেউ আর সিস্টেমে প্রবেশ করতে পারবে না।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

20h ago