রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন

সৌদি আরবের মধ্যস্থতায় মার্কিন ও ইউক্রেনিয় কর্মকর্তাদের বৈঠক। ছবি: ডয়চে ভেলে
সৌদি আরবের মধ্যস্থতায় মার্কিন ও ইউক্রেনিয় কর্মকর্তাদের বৈঠক। ছবি: ডয়চে ভেলে

সৌদি আরবে আলোচনায় বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে মতৈক্য হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক বলে তারা মনে করছেন।

তিনি বলেছেন, এই চুক্তির আওতায় শুধু আকাশপথে হামলা বা জলপথে হামলাই বন্ধ থাকবে তা নয়, স্থলযুদ্ধও বন্ধ হবে।

জেলেনস্কির বক্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: জেলেনস্কির ফেসবুক পেজ
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: জেলেনস্কির ফেসবুক পেজ

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, 'আমরা যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি। আমরা এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিতে তৈরি। এখন যুক্তরাষ্ট্র এই বিষয়ে রাশিয়াকে রাজি করাবে।'

জেলেনস্কি বলেছেন, 'যুক্তরাষ্ট্রর প্রতিনিধিরা আমাদের যুক্তি বুঝতে পেরেছেন।'

জেলেনস্কির এক উপদেষ্টা জানান, ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া নিয়েও কথা হয়েছে। তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।

পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

২০১৯ সালের জি২০ সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প-পুতিন। ফাইল ছবি: রয়টার্স
২০১৯ সালের জি২০ সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প-পুতিন। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবার ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেন এই যুদ্ধবিরতিতে রাজি। ট্রাম্প বলেছেন, দুই দেশকে রাজি হতে হবে। তার আশা, পুতিন এই প্রস্তাবে রাজি হবেন।

ট্রাম্প মনে করেন, পুতিন এই প্রস্তাবে রাজি হলে, তারা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন।

'ইউক্রেন সমর্থন করছে'

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা। ছবি: রয়টার্স

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ বলেছেন, ইউক্রেনের প্রতিনিধিদল একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে।

কী ভাবে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেয়া নিয়েও কথা হয়েছে।

ওয়ালজ জানিয়েছেন, তিনি এখন রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। যুদ্ধ বন্ধ হবে কি না, এই প্রশ্ন এখন প্রাসঙ্গিক নয়, যুদ্ধ কীভাবে বন্ধ হবে, সেটাই এখন মূল প্রশ্ন।

'বল রাশিয়ার কোর্টে'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও নিরাপত্তা উপদেষ্টা ওয়ালজ। ছবি: এএফপি

ইউরোপের নেতারা জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করছেন। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কোস্তা এক্সে বলেছেন, 'এটা ইতিবাচক পদক্ষেপ। এর ফলে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি আসতে পারে। তবে বল এখন রাশিয়ার কোর্টে।'

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, 'শান্তির লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। ইউরোপ দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে থাকবে।'

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার শান্তি আলোচনার এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন।

মাখোঁ বলেছেন, 'স্পষ্টতই বল রাশিয়ার কোর্টে আছে।'

স্টারমার জানিয়েছেন, 'আলোচনার ফলে বড় সাফল্য এসেছে। আমরা সকলেই যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুত।'

ইউক্রেনকে আবার ত্রাণ ও গোয়েন্দা তথ্য দেবে যুক্তরাষ্ট্র

৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পরই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আবার কিয়েভকে গোয়েন্দা তথ্য দেয়া শুরু করবে। তাদের সামরিক-সাহায্যও করা হবে। তারা ত্রাণ দেয়ার কাজও শুরু করবে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে এবার যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি করতেও ইউক্রেন ও যুক্তরাষ্ট্র রাজি হয়েছে।

Comments

The Daily Star  | English

'Frustrated, Yunus hints at quitting'

Frustrated over recent developments, Chief Adviser Prof Muhammad Yunus is considering stepping down, said sources familiar with what went down at the Chief Adviser’s Office and Jamuna yesterday.

2h ago