নিরাপত্তা ঝুঁকি: চট্টগ্রামে ৩ ট্রেনের যাত্রা বাতিল

ট্রেন
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

গতকাল রাতে ঢাকায় ট্রেনে আগুনের ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের তিনটি ট্রেনের চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

ট্রেনগুলো হলো ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস, ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস এবং নাজিরহাট কমিউটার ট্রেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, 'রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই ট্রেনগুলো বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করা হবে।'

কর্ণফুলী এক্সপ্রেস সাধারণত বন্দর শহর থেকে সকাল সোয়া ১০টায়, নাসিরাবাদ এক্সপ্রেস বিকাল ৩টায় এবং নাজিরহাট কমিউটার সন্ধ্যা ৬টায় ছেড়ে যায়।

এসব ট্রেন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম রেলস্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী।

নাসিরাবাদ এক্সপ্রেসে ময়মনসিংহ যাওয়ার জন্য স্টেশনে যাওয়া মোহাম্মদ হিরণ বলেন, ট্রেনযাত্রা বাতিল হওয়ায় তাকে বাধ্য হয়ে বাসে যেতে হচ্ছে।

রেলওয়ে জানায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষ বিভিন্ন গন্তব্যে যায়।

রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, নিরাপত্তার কারণে শিগগির আরও ট্রেন যাত্রা বাতিল হতে পারে।

তিনি আরও বলেন, আগামীকাল রোববার থেকে ঢাকাগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনও বন্ধ থাকবে।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

Bangladesh is racing to expand its air cargo capacity after India’s abrupt suspension of third-country transshipment earlier this month upended a logistics route for garment exporters.

6h ago