ঘন কুয়াশায় বন্ধ থাকা ২ নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও পৌনে সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'রাত পৌনে ১টায় আরিচা-কাজিরহাট নৌপথে এবং ৩টায় পাটুরিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।'
ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট নৌপথের মানিকগঞ্জের আরিচা ঘাটে আটকা পড়ে ফেরি 'বীরশ্রেষ্ঠ রুহুল আমিন', 'রোকেয়া' ও 'সুফিয়া কামাল' এবং পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা ফেরি 'শাহ আলী'।
অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ফেরি 'বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান' ও 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর'। এছাড়া, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকা পড়ে আটটি ফেরি ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়ে দুটি ফেরি।
ঘনকুয়াশা কেটে গেলে সকাল সোয়া ১০টায় আরিচা-কাজিরহাট ও পৌনে ১০টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়।
Comments