বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি, হাসপাতালের পরিচালকসহ আটক ৩

রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হলিক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় এক নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের মায়ের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।
নবজাতককে বিক্রি করার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হলিক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় এক নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের মায়ের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন হলিক্রিসেন্ট হাসপাতালের পরিচালক এম এস রহমান রনি (৫৮), শিশুটির ক্রেতা মধ্য পীরজাবাদ এলাকার রুবেল হোসেন রতন (৩০) ও রুবেলের স্ত্রী জেরিনা আক্তার বীথি (৩০)।

রোববার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

গত ১৭ জানুয়ারি হাসপাতালের পরিচালক মায়ের অগোচরে নবজাতক শিশুটিকে বিক্রি করে দেন।

পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন জানান, গত ১৩ জানুয়ারি হলিক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন ভুরারঘাট এলাকার লাবনী আক্তার (২২)। সেদিন রাতে ছেলে শিশুর জন্ম দেন তিনি। ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত ও পরিবারটির অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রসূতির অগোচরে শিশুকে বিক্রির উদ্যোগ নেন হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি। তিনি নবজাতকের বাবা ওয়াসিম আকরামের সহায়তায় জেরিনা আক্তার বীথি ও রুবেল হোসেন রতনের কাছে ৪০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেন।

তিনি আরও জানান, নবজাতকের মা লাবনী আক্তারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নগরীর মধ্য পীরজাবাদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত এম এস রহমান রনি, রুবেল হোসেন রতন, জেরিনা আক্তার বীথিকে আটক করা হয়। নবজাতকের মা লাবনী আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Comments