স্বতন্ত্র এমপিদের রোববার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

মাদারীপুর-৩ আসনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগম প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

১০ জানুয়ারি সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ৬২ স্বতন্ত্র সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

2h ago