নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া যাচ্ছেন সিইসি

সঙ্গে তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনও থাকবেন।
নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া যাচ্ছেন সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে সেখানে যাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একইসঙ্গে সেখানে ১৪-১৮ মার্চ অনুষ্ঠেয় 'নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মানদণ্ড' শীর্ষক সম্মেলনেও যোগ দেবেন তিনি।

গতকাল নির্বাচন কমিশন (ইসি) থেকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অর্থ কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিইসির সঙ্গে তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনও থাকবেন।

আগামী ১২ মার্চ বা তার কাছাকাছি সুবিধাজনক দিনে তারা রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন এবং ২৯ মার্চ ঢাকায় ফিরে আসবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, আয়োজক হিসেবে দুই জন অংশগ্রহণকারীকে পাঁচ রাত হোটেলে থাকা-খাওয়া ও স্থানীয় আতিথেয়তা প্রদান করা হবে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের ফ্লাইটের ভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।

Comments