বিশ্ব ইজতেমা

২ গ্রুপের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ব্যবস্থা: র‍্যাব মহাপরিচালক

বিশ্ব ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন। ছবি: স্টার

বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ব ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা নেই। সাইবার পেট্রোলিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছি।

তিনি বলেন, দুই গ্রুপের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জোবায়ের ও সাদ পন্থিদের আহ্বান করেছি, যাতে শান্তিপূর্ণভাবে ইজতেমা শেষ হয়।

র‍্যাব মহাপরিচালক বলেন, যদি ইজতেমায় ডিভিশন করে তাহলে মুসল্লিদের ইজতেমায় আগ্রহ কমে যাবে।

র‍্যাব জানায়, টঙ্গী ইজতেমা শুরায়ী নেজাম ২,৩ ও ৪ ফেব্রুয়ারি দেশের মুসল্লিদের জন্য ৯৩ টি খিত্তা রয়েছে। নিরাপত্তা বিবেচনায় বিদেশি মেহমানদের খিত্তার নাম তালিকায় দেওয়া হয়নি। সংরক্ষিত খিত্তা রয়েছে ১০১ থেকে ১০৫। সেনাবাহিনীর পন্টুন সেতু ৫টা, প্রবেশপথ ১৪টা, অবজারভেশন রুম ১০টি, হেলিকপ্টার টহল, বাইক টহল, নৌপথে টহল, স্ট্রাইকিং রিজার্ভ ৪টি, একাধিক চেক পোস্ট, ১টা চিকিৎসা কেন্দ্র থাকবে।

টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ২ থেকে ৪ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

Comments

The Daily Star  | English

Iran threatens response if US crosses 'red line': ambassador

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

19h ago