ইজতেমার প্রথম পর্বে ৪ জনের মৃত্যু

আজ শুক্রবার জুমার নামাজের আগে ইজতেমা মাঠে একজনের মৃত্যু হয়েছে।
বিশ্ব ইজতেমা
লাখো ধর্মপ্রাণ মুসলিমের অংশগ্রহণে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ প্রথম পর্বের জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ইজতেমায় আজ শুক্রবার জুমার নামাজের আগে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বে ৪ জনের মৃত্যু হলো। 

টঙ্গীতে বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ শুক্রবার জুমার নামাজের আগে ইজতেমা মাঠে একজনের মৃত্যু হয়েছে।' 

'তার নাম ও পরিচয় নিশ্চিত হয়ে পরে জানানো হবে,' বলেন তিনি। 

ইজতেমা সূত্রে জানা গেছে, এবারের ইজতেমায় এর আগে গত দুদিনে তিন জনের মৃত্যু হয়েছে। 

তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের জামান (৪০) ও নেত্রকোণার বাসিন্দা আব্দুস সাত্তার (৭০)। 

আব্দুস সাত্তার বৃহস্পতিবার ও বাকি দুজন বুধবার মারা যান।

জুমার নামাজে লাখো ধর্মপ্রাণ

লাখো ধর্মপ্রাণ মুসলিমের অংশগ্রহণে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ অনুষ্ঠিত হলো প্রথম পর্বের জুমার নামাজ। 

কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের নামাজে ইমামতি করেন। 

নামাজে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Price hike of essentials: Poor, middle class in a tight corner

Harunur Rashid, a retired government employee, was taken aback by the steep price rise of okra at the capital’s Karwan Bazar yesterday.

6h ago