এক ঘণ্টা পর মেট্রো চলাচল শুরু

মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ ছিল।
আগারগাঁও স্টেশনের সামনে ভিড়। ছবি: প্রবীর দাশ/স্টার

কারিগরি ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধের পর মেট্রো চলাচল শুরু হয়েছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে কাজীপাড়া স্টেশনে গিয়ে মেট্রো চলাচল বন্ধ দেখতে পান দ্য ডেইলি স্টারের প্রতিবেদক।

পরে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান দ্য ডেইলি স্টারকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেন।

ডিএমটিসিএল এর জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম (সিগন্যালিং) ডেইলি স্টারকে জানান, মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে, আজ বিশ্ব ইজতেমার শেষ দিন হওয়ায় যাত্রীদের প্রচণ্ড ভিড় সামলাতে উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথ সময়ে সময়ে বন্ধ করে দিতে হচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

এমআরটি ৬ এর উপ-প্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আজ যাত্রীদের প্রচণ্ড চাপ। স্টেশনের প্রথম তলা যেখানে টিকিট বিক্রি হয়, এর একটি নির্দিষ্ট ধারণক্ষমতা আছে। সেই ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথগুলো বন্ধ করতে হয়।'

দুপুর ১টা ৫০ মিনিটে তিনি বলেন, 'প্রতি আধঘণ্টা অন্তর অন্তর প্রবেশপথ বন্ধ করতে হচ্ছে। যাত্রীদের চাপের কারণেই আমাদের এই ব্যবস্থা চালিয়ে যেতে হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

53m ago