ঢাকায় জাতীয় শিশু পুরস্কার বিজয়ীদের শোভাযাত্রা
ঢাকায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের নিয়ে শোভাযাত্রা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় দোয়েল চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। বাংলাদেশ সচিবালয় হয়ে জাতীয় শিশু একাডেমি পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
শোভাযাত্রায় সারা দেশ থেকে ৩০টি ক্যাটাগরিতে বিজয়ী ৪৭৪ শিশু অংশগ্রহণ করে। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
Comments