বাংলাদেশ

ইজতেমার দ্বিতীয় পর্বে ৪ জনের মৃত্যু

ইজতেমার প্রথম পর্বে ডিউটিতে যাওয়ার সময় বাসচাপায় এএসআই মো. হাসানুজ্জামান নিহতের ঘটনায় বাস চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গীতে বিশ্ব ইজতেমা। ছবি: সংগৃহীত

ইজতেমার দ্বিতীয় পর্বে আজ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ৪ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তারা হলেন-শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫), দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিবনগর গ্রামের জহির উদ্দিন(৭০) ও জামালপুর জেলার ইসলামপুর থানা গোয়ালের চর গ্রামের নবীর উদ্দিন (৬৫)। 

এদিকে ইজতেমার প্রথম পর্বে ডিউটিতে যাওয়ার সময় বাসচাপায় এএসআই মো. হাসানুজ্জামান নিহতের ঘটনায় বাস চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন-বাসচালক মো. ফয়সাল আহম্মেদ ও সহযোগী মো. হাবিবুর রহমান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার রাতে জানায়, রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি বাস থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

Comments