রিউমর স্ক্যানারের প্রতিবেদন

ইজতেমা মাঠের পাশে আগুনের দৃশ্য বলে প্রচারিত ভিডিওটি রোহিঙ্গা ক্যাম্পের 

ছবি: রিউমর স্ক্যানার

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার দুপুর থেকে একটি অগ্নিকাণ্ডের দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে, এটি গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের।

ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার জানিয়েছে, প্রচারিত দৃশ্যটি টঙ্গীতে ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের দৃশ্য নয় বরং গত জুনে রোহিঙ্গা ক্যাম্পের আগুনের দৃশ্যকে এই দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে এমডি রাব্বি খান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে 'আমাদের রাজশাহী' নামের একটি ফেসবুক গ্রুপে 'কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন' শীর্ষক ক্যাপশনে চলতি বছরের গত ২ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।

সেই ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়, যা নিশ্চিত করে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এ ছাড়া, একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে 'রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন; পুড়ে ছাই দুই শতাধিক ঘর' শীর্ষক শিরোনামে চলতি বছরের গত ১ জুন প্রচারিত একটি ভিডিও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

সংবাদ প্রতিবেদনটিতে সেই আগুনের দৃশ্য দাবিতে প্রচারিত দৃশ্যের সঙ্গেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির আগুনের দৃশ্য ও পারিপার্শ্বিক অবস্থার সাদৃশ্য পাওয়া যায়। তাছাড়া, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আগুনের দৃশ্য দাবিতে এমডি ইউসুফ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলতি বছরের গত ২ জুনেও একটি ভিডিও প্রচার হতে দেখা যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

প্রথম আলোয় গত ১ জুন প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকেও সেদিন কক্সবাজারের এক রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুন লাগার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৩) আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে আশ্রয়শিবিরের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ছাড়া, ভাইরাল এই ভিডিওতে যে অডিওটি ব্যবহার করা হয়েছে তার সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের আগুন লাগার ঘটনার কোনো সম্পর্ক পায়নি রিউমর স্ক্যানার। 

প্রযুক্তির সাহায্যে ভিন্ন ঘটনার অডিও আলোচিত এই ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্মটি।

Comments

The Daily Star  | English

Fire breaks out at Bailey Road restaurant

Eight fire engines went to the spot to douse the blaze

36m ago