সিগন্যাল সিস্টেমে ত্রুটি, দেরিতে চলছে মেট্রোরেল

মেট্রোরেল
মেট্রোরেল। ছবি: স্টার ফাইল ফটো

সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে মেট্রোরেল শিডিউল মতো চলছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আজ সকালে ট্রেন চলাচল শুরু পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়।'

তিনি আরও বলেন, 'সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি। বরং ট্রেন চলাচল বিলম্বিত হচ্ছে।'

এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।

মেট্রোরেলের একজন নিয়মিত যাত্রী চৈতন্য চন্দ্র হালদার ডেইলি স্টারকে বলেন, 'আমি সকাল ৭টা ৪০ মিনিটে মতিঝিলের দিকে যাওয়ার জন্য মিরপুর-১০ স্টেশনে ছিলাম। ট্রেন এসেছিল ৮টা ১৩ মিনিটে। ততক্ষণে প্ল্যাটফর্মে অনেক যাত্রী জড়ো হয়ে গিয়েছিলেন।'

'যাত্রীদের ভোগান্তি হচ্ছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ট্রেনটির ধারণ ক্ষমতার তুলনায় অনেক যাত্রী প্ল্যাটফর্মে থাকায় তাদের অনেকে ট্রেনে উঠতে পারেননি। অনেক এসএসসি পরীক্ষার্থীকেও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।'

গতকাল মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

3h ago