সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন মারা গেছেন

সৈয়দ কামাল উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সাপ্তাহিক পত্রিকা 'হলিডে'র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রখ্যাত এই সাংবাদিক।

পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার কামাল ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন তিনি।

২০০৫ সালের অক্টোবরে দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা 'হলিডে'তে সম্পাদক হিসেবে যোগ দেন সৈয়দ কামাল উদ্দিন।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray, with erratic promotions and controversial decisions deepening instability in the civil service.

8h ago