ঈদে অভ্যন্তরীণ রুটে চলবে বিমানের অতিরিক্ত ৪০ ফ্লাইট

স্টার ডিজিটাল গ্রাফিক্স

আসছে ঈদুল ফিতরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

একইসঙ্গে ১ থেকে ২০ রমজান পর্যন্ত বিভিন্ন অভ্যন্তরীণ রুটে মূল ভাড়ার ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ঈদের আগে ও পরে যাত্রীদের যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতি বছর ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে বিমান।

বিমান জানিয়েছে, ঢাকা থেকে কক্সবাজারের ফ্লাইটের বেস ফেয়ার পাঁচ হাজার ৯৯৯ টাকা, বরিশালের তিন হাজার ৪৯৯ টাকা এবং সিলেট, চট্টগ্রাম, যশোর, রাজশাহী ও সৈয়দপুরের চার হাজার ৪৯৯ টাকা।

বর্তমানে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।
 

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago