জিম্মি এমভি আব্দুল্লাহকে এখনো নজরে রাখছে ইইউর জাহাজ

জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে অনুসরণ করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সিকিউরিটি ফোর্স।

ইইউ-এর এই ফোর্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ওই অঞ্চলে জলদস্যুদের দৌরাত্ম্য রুখতে ও চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তায় পরিচালিত 'অপারেশন আটলান্টা'-এর অংশ হিসেবে এমভি আব্দুল্লাহকে অনুসরণ করতে ইইউ-এর একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশি এবং সোমালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও পোস্টে জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, জলদস্যুরা এমভি আব্দুল্লাহর ২৩ নাবিককে জিম্মি করেছে, তবে তারা নিরাপদে আছেন। অভিযান এখনো চলছে। বর্তমানে জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।

 

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago