ঈদে বেতন-বোনাস বকেয়া থাকতে পারে ৪১৬ কারখানায়

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অনুসন্ধান অনুযায়ী, ৪১৬টি কারখানা তাদের শ্রমিকদের বেতন ও বোনাস ঈদের আগে ঠিক সময়ে পরিশোধ করতে সমস্যায় পড়তে পারে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশন) সানা সামিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেতন ও বোনাস দিতে দেরি হলে অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই আমরা কারখানা মালিকদের সতর্ক করে দিয়েছি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্রমিকদের সময় মতো বেতন দিতে হবে।'

এই ৪১৬টি কারখানার মধ্যে ১৭১টি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্য, ৭১টি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য এবং ২৯টি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গতকাল সোমবার বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিদের বিষয়টি অবগত করেছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান মাহাবুবর রহমান বলেন, 'গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে আমরা কারখানাগুলো চিহ্নিত করেছি।'

আর্থিক সংকট ও ক্রয়াদেশ না পাওয়াসহ নানা কারণে সমস্যায় রয়েছে কারখানাগুলো।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মাহাবুবর রহমান বলেন, 'ঈদের আগে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো পরিস্থিতিতে শ্রমিকদের ছাঁটাই না করার জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে।'

তিনি বলেন, 'ঈদ উপলক্ষে কারখানায় যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছি। কোনো কারখানায় সমস্যা হলে কার কী করা উচিত, তা নিয়েও আলোচনা করেছি।'

'কারখানার মালিকদের এপ্রিলের শুরুতে ঈদ বোনাস এবং ঈদের ছুটির আগে মার্চ মাসের বেতন পরিশোধের উপায় খুঁজে বের করতে এবং শ্রমিকদের পর্যায়ক্রমে ঈদের ছুটি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে,' যোগ করেন তিনি।

বৈঠকে উপস্থিত বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, 'অনেক সংকট রয়েছে।'

তিনি কম ক্রয়াদেশ, উচ্চ সুদের হার এবং মুল্যাস্ফীতির বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, 'গ্যাসের দাম বাড়লেও ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে না। এর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়া মানে সময়মতো বেতন না পাওয়া এবং বেতন-বোনাস দিতে সমস্যা হওয়া।'

বাংলাদেশ ব্যাংকের কাছে প্রণোদনা বাবদ প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা পাওনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'ঈদের আগে এই টাকা ছাড় করা হলে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া সহজ হবে।'

বিজিএমইএর নির্বাচিত সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব জানান, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, '২০২৪ সাল আমাদের জন্য আরেকটি কঠিন বছর। অনেকেই হয়তো এটা দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন ভালো কারখানার মালিকরাও সমস্যায় পড়েছেন।'

তিনি আরও বলেন, 'কারখানা মালিকরা বেতন-বোনাস বকেয়া রাখতে চান না।'

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঈদের সাত দিন আগে থেকে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও হটলাইন সক্রিয় থাকবে (০১৩২০-১৭০০৯৮)।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

2h ago