সিইপিজেডে পোশাক শ্রমিকদের টানা দ্বিতীয় দিনের বিক্ষোভ

সিইপিজেডে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ছবি: সংগৃহীত

প্রতিশ্রুতি দেওয়ার পরও ঈদ বোনাস ও মার্চ মাসের বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শিল্প পুলিশ ও সিইপিজেড কর্মকর্তারা নিশ্চিত করেছেন, জেএমএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মোদিস্তে (সিইপিজেড) লিমিটেডের চার শতাধিক কর্মী সকালে সিইপিজেডের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে সকাল ৯টার দিকে জোনের দুটি প্রবেশপথ বন্ধ করে দেন।

এর আগে, একই গ্রুপের মালিকানাধীন আরেকটি কারখানা জেএমএস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের সঙ্গে মোদিস্তের শ্রমিকরা গতকাল আধা ঘন্টা ধরে প্রধান বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে এবং সিইপিজেড প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পাঁচ ঘণ্টারও বেশি সময় বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়ার প্রতিশ্রুতি বিক্ষোভ বন্ধ করেন।

তবে বিক্ষোভকারীদের দাবি, এখনো কোনো কর্মী বা শ্রমিক বেতন পাননি।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সোলায়মান বলেন, 'শ্রমিকরা জানিয়েছেন- পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'

তিনি আরও বলেন, 'তারা ইতোমধ্যে ঢাকায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আশ্বাস দিয়েছেন, তাদের প্রতিষ্ঠান ব্যাংক ঋণের জন্য আবেদন করেছে এবং তা দুপুরের মধ্যে বিতরণ করা হবে। এই অর্থ হাতে পাওয়ার পরপরই বেতন দেওয়া শুরু করবেন।'

এ বিষয়ে জানতে জেএমএস গ্রুপের এমডি মোস্তফা মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

57m ago