কাল থেকে এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল
আগামীকাল বুধবার থেকে মেট্রোরেল এক ঘণ্টা অতিরিক্ত সময় চালানো হবে।
আজ মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।
বর্তমানে শেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৮টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে রাত ৮টায় ছাড়ে।
আগামীকাল থেকে বাড়তি এক ঘণ্টায় প্রতি ১২ মিনিট পরপর উভয় প্রান্ত থেকে ট্রেন ছাড়বে।
টিকিট কাউন্টারগুলো রাত ৮টা ৫০ মিনিটে বন্ধ হয়ে যাবে। শুধু যাদের কাছে এমআরটি ও র্যাপিড পাস থাকবে তারাই বাড়তি এ সময়ে মেট্রোরেলে চড়তে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানিয়েছে, মতিঝিল থেকে শেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে এবং ট্রেনটি প্রত্যেকটি স্টেশনে থেমে উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।
এই বর্ধিত সময়ে আরও ১০ বার মেট্রোরেল চলাচল করবে। এতে দৈনিক মেট্রো ট্রেন ১৯৪ বার চলাচল করবে এবং মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
নতুন সময় রমজান উপলক্ষে চালু হলেও ঈদুল ফিতরের ছুটির পরেও তা অব্যাহত থাকার সম্ভাবনা আছে বলে এম এ এন সিদ্দিক জানান।
ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে।
বর্তমানে পিক আওয়ারে মেট্রোরেল আট মিনিট পরপর ছাড়ে। তবে পিক আওয়ারে ট্রিপ বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে।
Comments