বাসভাড়া প্রতি কিলোমিটারে ৩ পয়সা কমানোর সুপারিশ

আজ এ সুপারিশ করা হয়
ফাইল ফটো

বাসের ভাড়া নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত কমিটি প্রতি কিলোমিটারে ৩ পয়সা ভাড়া কমানোর সুপারিশ করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের নেতৃত্বে গঠিত কমিটির সভায় আজ সোমবার এ সুপারিশ করা হয়।

প্রস্তাবে বলা হয়েছে, আন্তঃনগর বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সার পরিবর্তে ২ টাকা ১২ পয়সা হবে।

সিটি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সার পরিবর্তে ২ টাকা ৪২ পয়সা হবে।

এ সুপারিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হবে এবং অনুমোদন পেলে বিভাগ সার্কুলার জারি করবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান।

Comments