বাংলাদেশ

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণাধীন ব্রিজ ধসে শ্রমিক নিহত, আহত ২

নির্মাণাধীন ব্রিজে কাজ করার সময় হঠাৎ গার্ডার ভেঙে ব্রিজটি ধসে পরে। এতে তিন শ্রমিক গার্ডারের নিচে চাপা পড়েন।
আজ সকালে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের ভেতরে নির্মাণাধীন সেতু ধসে পড়ে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে একটি ব্রিজের গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। 

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত মো. জুবায়ের হোসেন (২০) সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক মো. সুমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নির্মাণাধীন ব্রিজে কাজ করার সময় হঠাৎ গার্ডার ভেঙে ব্রিজটি ধসে পরে। এ সময় তিন শ্রমিক চাপা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযানের পর তিনজনকেই উদ্ধার করা হয়। চাপা পড়ে জুবায়ের ঘটনাস্থলেই মারা যান।'

আহত দুইজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্মাণকাজে ত্রুটি থাকার কারণে ব্রিজটি ধসে পড়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস।

তবে এ বিষয়ে মন্তব্য জানতে অর্থনৈতিক অঞ্চলের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিক পাওয়া যায়নি।

Comments