সিরাজগঞ্জ

চালকলে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

এ ঘটনায় চালকল মালিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জে চালকলে কাজ করার সময় বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

আজ শুক্রবার সকালে কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিমপাড়া গ্রামের একটি চালকলে বয়লার বিস্ফোরণ হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় চালকল মালিক আজাহার আলি রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শ্রমিক ফজল আলির (২৬) বাড়ি কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিমপারা গ্রামে।

আহত জহুরুল ইসলাম ও জিন্নাহ মণ্ডলকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ওসি রেজাউল ইসলাম বলেন, 'শুক্রবার সকালে আজাহার আলির চালকলে কয়েকজন শ্রমিক ধান সেদ্ধ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হলে তিনজন আহত হয়।'

তাদের মধ্যে ফজর আলির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় পাঠানো হয় এবং শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় গ্রেপ্তার চালকল মালিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বয়লারে অতিরিক্ত গ্যাসের চাপে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Comments