গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু

গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এক চীনা নাগরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় পলাশ হাউজিংয়ে টং রুইদা ইন্ডাস্ট্রি নামের ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত চীনা নাগরিক পু জুকি (৫৩) ওই কারখানার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
কাশিমপুর থানার ওসি সানোয়ার জাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লার সার্ভিসিংয়ের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বয়লার বিস্ফোরণের সূত্রপাত। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান সারাবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল হাসান।
Comments