ভাঙ্গুরায় সাংবাদিকের ওপর হামলা
পাবনার ভাঙ্গুরায় সন্ত্রাসীদের হামলায় স্থানীয় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত সাংবাদিক মো. মানিক হোসেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার ভাঙ্গুরা উপজেলা প্রতিনিধি এবং ভাঙ্গুরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার দুপুরে ভাঙ্গুরা উপজেলার পুইবিল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মানিককে মঙ্গলবার রাতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিক মানিকের অভিযোগ, ভাঙ্গুড়ার কয়েকজন নকল দুধ তৈরির করে বাজারজাত করে আসছেন। এ নিয়ে কিছুদিন আগে তিনিসহ কয়েকজন সাংবাদিক নকল দুধ তৈরি করার ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে।
এতে ক্ষিপ্ত হয়ে দুধ ব্যবসায়ী রাজিব আহমেদ, আবুল বাশারের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী পুঁইবিল সড়কে মানিককে একা পেয়ে পিটিয়ে পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা মানিককে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে।
এ ব্যাপারে ভাঙ্গুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজের সূত্রে বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন। এ সম্পর্কে জেনে পরে জানাবেন।
Comments