যশোরে ঢাকা-কলকাতা বাসে পাথর ছুঁড়ে গ্লাস ভাঙচুর, ৩ যাত্রী আহত

ঘটনাটি নাশকতা কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা বাসে পাথর ছোঁড়ে দুর্বৃত্তরা। প্রতীকী ছবি

যশোরে ঢাকা-কলকাতা বাসে পাথর ছুঁড়ে গ্লাস ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের অন্তত ৩ জন যাত্রী আহত হন।

গতকাল মঙ্গলবার রাতে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ রাস্তার মোড় এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের একজন ডি এন চ্যাটার্জি অ্যাসোসিয়েট বিল্ডার্স করপোরেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বলে জানা গেছে।

শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলকাতা থেকে আসা বাসটি রাত সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ধঁলগা রাস্তার মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে।

এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, 'কে বা কারা বাসে ছোট ইট বা পাথরের টুকরা ছুঁড়েছে। এতে বাসের গ্লাস ভেঙে যাত্রীর গায়ে পড়তে পারে। বাসের তেমন কোনো ক্ষতি হয়নি। বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ঘটনাটি নাশকতা কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।' 

Comments