প্রখ্যাত শিল্পী ধ্রুব এষকে বিএসএমইউতে ভর্তি

প্রখ্যাত শিল্পী ধ্রুব এষকে বিএসএমইউতে ভর্তি
ধ্রুব এষ | ছবি: সংগৃহীত

প্রখ্যাত শিল্পী ধ্রুব এষকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএসএমএমইউ ক্লিনিক্যাল কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হকের অধীনে তার চিকিৎসা শুরু হয়। 

হারিসুল হকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ওনার চিকিৎসা শুরু করেছি। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছি। এগুলোর রিপোর্ট আসবে আগামীকাল সকালে। তারপর বলা যাবে তিনি কতটা শঙ্কামুক্ত।'

এর আগে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসা নেন ধ্রুব এষ।

হাসপাতালটির চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী এদিন ডেইলি স্টারকে বলেন, 'যেহেতু ধ্রুব এষের ফসফুস সংক্রামিত হয়েছে, তাই সে সংক্রান্ত চিকিৎসার জন্য আমরা তাকে বিএসএমএমইউ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি।'

গত বুধবার রাত থেকে অসুস্থ বোধ করেন ধ্রুব এষ। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কেবিন থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

ধ্রুব এষ দেশের একজন প্রখ্যাত শিল্পী। প্রকাশনা শিল্পে তার অবদান অসামান্য। বইয়ের প্রচ্ছদে তিনি এক নতুনত্ব নিয়ে আসেন। নন্দিত লেখক হুমায়ূন আহমেদের অধিকাংশ বইয়ের প্রচ্ছদ তার করা। নিজেও লেখক হিসেবে প্রসিদ্ধ তিনি। ধ্রুব এষ বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

7h ago