বৃষ্টির আশায় জেলায় জেলায় বিশেষ নামাজ-মোনাজাত

নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। 
বৃষ্টি কামনায় খুলনার হাদিস পার্ক প্রাঙ্গণে বিশেষ নামাজ। ছবি: হাবিবুর রহমান/স্টার

চলমান তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জেলায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় ও মোনাজাত করা হয়েছে।

দ্য ডেইলি স্টারের খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও গাজীপুর সংবাদদাতারা তাদের নিজ নিজ এলাকায় অনুষ্ঠিত বিশেষ নামাজ ও মোনাজাতের খবর জানিয়েছেন।

খুলনা 

বৃষ্টির আশায় খুলনা মহানগরীর হাদিস পার্ক প্রাঙ্গণে আজ মঙ্গলবার সকালে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় করেছেন স্থানীয়রা। 

নামাজ শেষে মোনাজাতের সময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ছবি: হাবিবুর রহমান/স্টার

নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। 

এই বিশেষ নামাজে স্থানীয় ও বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশ নেন।

বাগেরহাট

বৃষ্টির জন্য বাগেরহাটের মোড়েলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে আজ সকাল ৭টায় খোলা আকাশের নিচে নামাজ আদায় করেছেন স্থানীয়রা। 

বাগেরহাটের মোড়েলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ। ছবি: সংগৃহীত

এ বিশেষ নামাজে মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র তালুকদার মনিরুল হকসহ প্রায় ৪ শতাধিক বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মোরেলগঞ্জ পৌরসভা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আলী ।

চুয়াডাঙ্গা

তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় চুয়াডাঙ্গা পৌর এলাকার টাউন ফুটবল মাঠে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

চুয়াডাঙ্গা পৌর এলাকার টাউন ফুটবল মাঠে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয়রা। ছবি: স্টার

নামাজ শেষে মোনাজাতের সময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন তারা।

গাজীপুর

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসার মাঠে খোলা আকাশের নিচে নামাজ ও বিশেষ মোনাজাত আদায় করেছেন হাজারো মুসল্লি।

গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসার মাঠে বিশেষ নামাজ। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ নামাজে টঙ্গী, বোর্ডবাজার, জয়দেবপুর, ভোগড়াসহ বিভিন্ন এলাকার নানা বয়সী হাজারো মানুষ অংশ নেন।

Comments