রুমার বাকলাই পাড়া থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সীমান্ত এলাকা বাকলাই পাড়া থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সীমান্ত এলাকা বাকলাই পাড়া থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

আজ রোববার সকালে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'বাকলাই পাড়ার বাসিন্দারা দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয়দের ধারণা, তারা কেএনএফের সদস্য। আমরা মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছি।'

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে বাকলাই পাড়া এলাকায় আধাঘণ্টার মতো গোলাগুলি শব্দ শোনা যায়। রাতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভোররাতের দিকে আবারও গোলাগুলি হয়। পরে সকালের দিকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 

Comments