বান্দরবান

‘মুক্তিপণ’ দিয়ে ছাড়া পেলেন অপহৃত ২৫ রাবার শ্রমিক

লামার একটি রাবার বাগান। স্টার ফাইল ফটো

বান্দরবানের লামা থেকে অপহৃত ২৫ রাবার শ্রমিক ছাড়া পেয়েছেন। আজ মঙ্গলবার ভোরে লামা উপজেলার ফাসিয়াখালী সীমান্তবর্তী মুরুং ঝিরিপাড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার ফাঁসিয়াখালীর কয়েকটি রাবার বাগান থেকে গত শনিবার দিবাগত রাতে ওই ২৫ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় এক রাবার বাগানের মালিক ফোরকান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অপহৃত  ২৫ শ্রমিকের মধ্যে আমাদের বাগানের ছিল ১২ জন। গত দুইদিন ধরে বিভিন্নভাবে যোগাযোগ করে যাচ্ছিলাম তাদের মুক্তির জন্য। দীর্ঘ আলোচনার পর আমরা ১২ জনের জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শ্রমিকদের ফিরে পেয়েছি। শ্রমিকরা শারিরীক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।'

'শুনেছি সব মিলিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সব শ্রমিক ছাড়া পেয়েছে।
ছাড়ার আগে শ্রমিকদের মারধর করা হয়েছে। তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে,' বলেন তিনি।

অপহৃতদের বেশিরভাগ কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে মুরুং ঝিরিপাড়া থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজন পরে পালিয়ে ফেরত আসে।

বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার ডেইলি স্টারকে বলেন, 'অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিয়েছে খবর পেয়েছি। তারা ছাড়া পেয়ে নিজ বাড়িতে চলে গেছে।'

এর আগে, গত ১৪ জানুয়ারি গভীর রাতে দুর্গম বমুখাল এলাকা থেকে ৭ তামাক শ্রমিক ও ২ ফেব্রুয়ারি গজালিয়া ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে ৭ জনকে অপহরণ করা হয়।


 

Comments

The Daily Star  | English

BNP committed to press freedom, Fakhrul reaffirms

He stressed that the BNP rejects all forms of coercion aimed at silencing dissent

53m ago