পটুয়াখালীর খালে ‘টর্পেডো-সদৃশ’ বস্তুটি নিয়ে যা জানা গেল

পায়রা বন্দর সংলগ্ন বানৌজা শেরেবাংলা নৌঘাটির সাব লেফটেন্যান্ট আ. আলিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নিজকাটা খালে ভেসে আসা 'টর্পেডো-সদৃশ' বস্তুটি একটি 'প্র্যাকটিস ডামি টর্পেডো' বলে জানিয়েছে নৌবাহিনী।

পায়রা বন্দর সংলগ্ন বানৌজা শেরেবাংলা নৌঘাটির সাব লেফটেন্যান্ট আ. আলিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন।

সাব লেফটেন্যান্ট আ. আলিমের বরাত দিয়ে ওসি আরও বলেন, 'সাবমেরিন ধ্বংসের কাজে যে মূল টর্পোডো ব্যবহার করা হয়, এটা তার একটি প্র্যাকটিস ডামি। এটি নিয়ে ভয়ের কিছু নেই। আগামীকাল সকালে এখান থেকে এটি শেরেবাংলা নৌঘাটিতে নিয়ে যাওয়া হবে। পরে এ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। তবে এটি কোন দেশের তা এখনও বলা যাচ্ছে না। রাতে এটি নৌ-বাহিনী, কোস্টগার্ড, পুলিশের যৌথ পাহারায় থাকবে।'  

পায়রাবন্দর সংলগ্ন আন্ধার মানিক কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার মো. নেছারুল ইসলাম জানান, খবর পেয়ে তারা বিকেলে ঘটনাস্থলে আসেন। এটি পানিতে ভাসমান অবস্থায় ছিল এবং স্থানীয়রা এটিকে রশি দিয়ে বেঁধে রাখেন।

এর আগে আজ দুপুরে রাঙ্গাবালীর মৌডুবি এলাকার নিজকাটা খালে জোয়ারের পানির সঙ্গে 'টর্পেডো-সদৃশ' বস্তুটি ভেসে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রাঙ্গাবালী থানার ওসি তখন ঘটনাস্থল পরিদর্শন করে কোস্টগার্ড ও নৌবাহিনীকে খবর দেন।

 

Comments