পরিবেশ রক্ষায় পিছিয়ে থাকবে না বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিরা

চুক্তিতে সই করছেন স্পৃহা ও গ্লোবাল ল থিংকার্সের প্রতিষ্ঠাতা। ছবি: সংগৃহীত

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পিছিয়ে থাকবে না পরিবেশ রক্ষায়—সেই উদ্দেশ্যে একটি চুক্তি সই করেছে স্পৃহা এবং জিএলটিএস।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের একটি আস্থার প্ল্যাটফর্ম স্পৃহা। তাদের মূল লক্ষ্য সচেতনতা বৃদ্ধি করা এবং বৈচিত্র্যময় অন্তর্ভুক্তি।

আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের জলবায়ু রক্ষা ও নেতৃত্বের প্লাটফর্ম গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস)।

আজ মঙ্গলবার এই দুটি প্লাটফর্মের মধ্যে চুক্তি সম্পন্ন হয়।

স্পৃহার প্রতিষ্ঠাতা ফারহা মাহমুদ তৃনা বলেন, 'জিএলটিএস সবুজ বনায়ন, সবুজ ক্ষমতায়ন ও নেতৃত্ব গঠনে ওতপ্রোতভাবে জড়িত। সবুজ ক্ষমতায়ন ও নেতৃত্ব গঠনের পাশাপাশি সামাজিক ও বৈচিত্র্যময় অন্তর্ভুক্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যেন এই বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করতে পারে, তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে এবং সবক্ষেত্রে স্বাভাবিক অন্তর্ভুক্তির ছোঁয়া দিতে পারে, সেজন্য আমরা এক হয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।'

গ্লোবাল ল থিংকার্সের প্রতিষ্ঠাতা রাওমান স্মিতা বলেন, 'জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে আমরা এখন অনুভব করছি। কিন্তু এই জলবায়ু পরিবর্তন বিষয়টি এককভাবে বা মুষ্টিমেয় মানুষের উদ্যোগে সমাধান করা সম্ভব না। এই সমস্যা সমাধানে প্রয়োজন সম্মিলিত আন্তর্জাতিক অংশগ্রহণ। জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে। স্পৃহা একটি মহৎ উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের  অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবো এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করবো।'

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago