টঙ্গী পর্যন্ত বর্ধিত হবে মেট্রোরেলের লাইন

ঢাকা মেট্রোরেল। স্টার ফাইল ছবি

নতুন পরিকল্পনা অনুযায়ী আপাতত গাজীপুরের টঙ্গী পর্যন্ত বর্ধিত হবে মেট্রোরেলের লাইন।

আজ শুক্রবার বিকেলে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

'তবে এ পরিকল্পনা বাস্তবায়নে কিছু সময় লাগবে', বলেন তিনি।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমে বলেন, 'সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে। এটা ভবিষ্যতের কথা ভেবে। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।'

তিনি বলেন, 'মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে।'

'এরইমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। এ পথ চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা হবে ৪৮ মিনিটের', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

'Extremism raising its head in Bangladesh'

Threat endangers the country’s very existence, Mirza Fakhrul says

49m ago