টঙ্গী ছাড়ছেন ইজতেমায় আগতরা

ইজতেমা মাঠ ছেড়ে যাচ্ছেন আগতরা। ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনার পর ওই এলাকায় একাধিক লোকের একসঙ্গে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এ নির্দেশনা পাওয়ার পর টঙ্গী এলাকা ছাড়তে শুরু করেছেন বিশ্ব এজতেমায় আগতরা। দুপুর ২টার পর থেকে ইজতেমা মাঠ প্রায় ফাঁকা হতে থাকে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে অনেককে গাজীপুর চৌরাস্তা, পূবাইল ও ঢাকার দিকে যেতে দেখা গেছে। তাদের হাতে ব্যাগ, প্রয়োজনীয় সামগ্রী।

ইজতেমায় আগত সোলায়মান (৬০) ডেইলি স্টারকে বলেন, 'আমার জানা ছিল না মারামারির কথা। আমি আমার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে চলে যাচ্ছি।'

ইজতেমায় আগত মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, 'সরকারি নির্দেশনা এসেছে আমরা চলে যাচ্ছি বাড়িতে।'

বিকেল সাড়ে ৩টার দিকে ওসি বলেন, 'আইন অমান্য করার কোনো সুযোগ কারও নেই। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আছেন।'

বুধবার রাত ৩টার দিকে দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত চার জন নিহত ও অনেকে আহত হন বলে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

32m ago