কাশিমপুর কারাগারে পাকিস্তানি নাগরিকের মৃত্যু

আসামি আলেফজান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজা পেয়ে কাশিমপুর কারাগার-২-এ ছিলেন।
স্টার ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে।

আসামি আলেফজান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজা পেয়ে কাশিমপুর কারাগার-২-এ ছিলেন।

আজ শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আলেফজানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুকে ব্যথা শুরু হলে আলেফজানকে হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের সহকারী সার্জন ও সিভিল সার্জনের পরামর্শে জরুরি-ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য কারারক্ষীদের প্রহরায় আলেফজানকে হাতকড়া পরিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার শেষে বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
 

Comments