বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ 

মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খাঁ পাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। পরে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর খাঁ পাড়া মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা গাজীপুরা সাতাইশ হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় অবস্থান নেন। এসময় মহাসড়কের পূর্ব পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর আদালতের এক আইনজীবী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বোর্ডবাজার এলাকায় আটকে আছি। কোর্টে যেতে পারছি না।'

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।'
 

Comments