‘বেনজীর দেশে আছে নাকি বিদেশ চলে গেছে আমি জানি না’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত

দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হওয়ার অভিযোগ ওঠা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সে ব্যাপারে নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, 'আমি এখনো সঠিক জানি না, তিনি আছেন নাকি চলে গেছেন। আমাকে জেনে কথা বলতে হবে।'

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে 'আমাদের বঙ্গবন্ধু' শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করে ছাত্রলীগ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত চলমান অবস্থায় একজন সাবেক আইজিপি বিদেশে চলে যেতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'তিনি এখনো দেশে আছেন নাকি বিদেশ চলে গেছেন এটা আমি জানি না। সেটা বিস্তারিত জেনে আমাকে কথা বলতে হবে।'

বেনজীর আহমেদ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী হবে৷ তার বিষয়ে তদন্ত চলছে৷ তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ, তিনি কি কর ফাঁকি দিয়েছেন নাকি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন সেটা তদন্ত শেষ হলে সে অনুযায়ী বিচার করা হবে।'

বেনজীর আহমেদের কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'না এটা ব্যক্তিগত বিষয়। আমাদের পুলিশ বাহিনী অনেক কষ্ট করে থাকে। জঙ্গি ও সন্ত্রাস দমন; কোভিডসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা জীবন বাজি রেখে কাজ করেছে। কোন ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না।'

বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমপি আনার হত্যা প্রসঙ্গ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনার হত্যার মূল মামলা ভারতে হয়েছে এবং মূল তদন্তও ভারতে হবে। তবে তদন্তে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে। তাই ভারতই হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করত। তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করব।

হত্যাকারীদের একজন নেপালে পালিয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকব এমন হতে পারে না। হত্যাকাণ্ডে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। একজন নেপালে পালিয়ে গেছে। তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত হচ্ছে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

39m ago